নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ির বর্ধমান রোড এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা। এরপর সেখান থেকে দুজনকে আটক করে তারা।
এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় সোনার বিস্কুট। ধৃতদের নাম অক্ষয় সিরকান্ডে ও রুসিকেশ গৌরব। দুজনেই মহারাষ্ট্রের বাসিন্দা বলে জানাযায়। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর সূত্রে জানা গিয়েছে যে ধৃতদের কাছ থেকে মোট ১৫০টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে।
উদ্ধার হওয়া সোনার বিস্কুটের বাজারমূল্য ১১ কোটি ৫৬ লক্ষ ৮৫ হাজার টাকা। এবং সোনার বিস্কুট গুলো মায়ানমার সীমান্ত হয়ে মণিপুর হয়ে দিল্লিতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
আরও পড়ুনঃ বস্তাভর্তি বারুদ উদ্ধার অরঙ্গাবাদে, চাঞ্চল্য
ধৃত দুজনকে এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়। গোটা ঘটনা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584