নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের বড়ঞা থানার খরজুনা, ভবানিনগর এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ ২ ব্যক্তিকে গ্ৰেফতার করলো বড়ঞা থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, বিশেষ সূত্রে খবরের পেয়ে বড়ঞা থানার ওসি নির্মল দাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এএসআই হুমায়ুন কবীর ও দুর্গেশ সরকার সহ পুলিশের একটি দল খরজুনা থেকে ভবানিনগর গ্ৰামে পাচার হওয়ার আগেই ধৃতদের পাকড়াও করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৯ কেজি ৫০০ গাঁজা। যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
আরও পড়ুনঃ সামশেরগঞ্জে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল কিশোর
ধৃতদের নাম, সেলিম খাঁ এবং হিবরাজ সেখ। সেলিমের বাড়ি ভবানিনগর এলাকায় এবং হিবরাজের বাড়ি কান্দি পিরতলা এলাকায়। আজ বড়ঞা ব্লকের বিডিও সাগর ঘোষের উপস্থিতিতে ধৃতদের পাঁচ দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584