নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় আজ। পুলিশ সূত্রে জানা যায় রঘুনাথগঞ্জ থানার মিয়াপুর এলাকা থেকে সন্ধেহ ভাজন হিসেবে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ।
আটক ব্যক্তিদের বাড়ি সুতি থানা এলাকায় বলে জানা যায়। যদিও তাদের নাম তদন্তের জন্য প্রকাশ্যে আনেনি পুলিশ কর্তারা। একই সঙ্গে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২৪ কিলো গাঁজাও উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ ডোমকল থানার দ্বিতল ভবন উদ্বোধনে পুলিশ সুপার
মূলত বছরের শেষ দিনে এ এক বড়ো সাফল্য বলে মনে করছেন জঙ্গিপুর পুলিশ জেলার কর্তারা। এদিন এক পুলিশ আধিকারিক জানান যে, গত ডিসেম্বর মাসে মোট ১১ জনকে মাদক পাচার কাণ্ডে আটক করা হয়েছে।এদিন জঙ্গিপুর মহকুমা আদালতে তাদের তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584