জলঙ্গিতে গাঁজা উদ্ধার, ধৃত ২

0
81

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

জলঙ্গি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মধুবোনা এলাকায় অভিযান চালিয়ে আবু মন্ডল ও সমীর মণ্ডল নামে দুই ব্যক্তিকে আটক করেছে ৷ তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা সহ একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়েছে৷

smugglers | newsfront.co
গাঁজা উদ্ধার ৷ নিজস্ব চিত্র

পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের দোষ স্বীকার করে নিয়ে বলেছে যে তারা কোচবিহারের কাছ থেকে উল্লিখিত নিষিদ্ধ জিনিসপত্র কিনে নিয়েছিল এবং তারা তা তাদের বোসমারির (হোগলবেরিয়া থানা, জেলা নদীয়া ও মধুবোনা আইবি সীমান্ত) সক্রিয় সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছিল ।

আরও পড়ুনঃ ছাত্রীকে ধর্ষণ করে খুন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চোপড়ায়

এছাড়াও তাদের স্বীকারোক্তি ও জবানবন্দির জেরে কীর্ত্তানিয়াপাড়া গ্রামের তিন জনকে আটক করেন জলঙ্গী থানার পুলিশ ৷ ইনজামুল হোসেন ও মোয়াজেম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পাঁচদিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here