মনিরুল হক, কোচবিহারঃ
নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাকে করে গাঁজা পাচার করার আগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির ওসি সহ পুলিশ আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়কে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে ।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৮৯ কেজি গাঁজা। ধৃতরা নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাকের চালক এবং খালাসি বলে জানা গিয়েছে। ধৃত দুই ব্যক্তির বাড়ি পাঞ্জাবের পাতিয়ালা এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির ওসি সহ পুলিশ আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়কে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে গাঁজার প্যাকেটগুলি উদ্ধার করেন। লকডাউনের পর থেকেই কখনও সবজি বোঝাই গাড়ি আবার কখনও বা পণ্যবাহী গাড়িকে ঢাল করে গাঁজা পাচার চলছে। নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশও বেশকয়েকজন পাচারকারীকে আটক করার পাশাপাশি বিপুল পরিমাণ গাঁজাও উদ্ধার করেছে।
আরও পড়ুনঃ সরকারি কর্মীকে কাজে বাধাদান, মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা
ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, গত মে মাসে একই কায়দায় সবজিবোঝাই দুটি পিকআপ ভ্যান থেকে গাঁজা উদ্ধার করে নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ । ২৯ মে একটি ট্রাক থেকে ১০২কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই তিনটি ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। নিশিগঞ্জে পুলিশের তৎপরতায় লকডাউনের মধ্যেই মে মাসে বহুবার গাঁজা উদ্ধারের ঘটনা ঘটে।
৬ মে নিশিগঞ্জ পশ্চিম চকিয়ারছড়া এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে উদ্ধার হয় ৩১কেজি গাঁজা। ৯ মে নিশিগঞ্জে একইরকমভাবে সবজিবোঝাই পিকআপ ভ্যান থেকে ৫৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ২৯ মে মানাবাড়ি এলাকায় একটি ট্রাক থেকে উদ্ধার হয় ১০২কেজি গাঁজা। সেই ট্রাকটির গায়ে আবার ‘আর্মি ডিউটি’ স্টিকার লাগানো ছিল।
আরও পড়ুনঃ ধানঘড়াবাসীদের সাহায্য জঙ্গিপুর পুরসভার
কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে অবৈধ গাঁজা চাষ বন্ধে পুলিশ ও আবগারি দফতরের পক্ষ থেকে ধারাবাহিক অভিযান চালানো হলেও তবুও লুকিয়ে প্রচুর গাঁজা চাষ হয়েছে। লকডাউন ও আনলক পরবর্তী সময়ে জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন পণ্য পরিষেবার গাড়িকে ঢাল করে গাঁজা পাচারের কয়েকটি ঘটনা জেলা পুলিশের তৎপরতায় রুখে দেওয়া সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584