নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার গোয়ালটুলি মোড়ে অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা। এরপর সেখানে একটি ট্রাক আটক করে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিদেশী সিগারেট। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়।
ধৃতদের নাম দীনেশ কুমার পাল ও বাপি চক্রবর্তী। দীনেশ কুমার উত্তর প্রদেশ এবং বাপি চক্রবর্তী শিলিগুড়ির বাসিন্দা। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর সূত্রে জানা গিয়েছে যে ওই ট্রাক থেকে ৫০ কার্টুন সিগারেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সিগারেট ইন্দো- মায়ানমার সীমান্ত হয়ে শিলিগুড়িতে এসেছে।
আরও পড়ুনঃ মেখলিগঞ্জে উদ্ধার নিষিদ্ধ কাশির সিরাপ, ধৃত ৪ বাংলাদেশী-সহ ৫
যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা বিশদে খতিয়ে দেখা হচ্ছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584