নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
কাঠ চোরেরা অতি সক্রিয় মাদারিহাট বীরপাড়া ব্লকে। লাগাতার আক্রমণের মুখে পরেও হাল ছাড়েনি বন কর্মীরা। প্রায় প্রতিদিন উদ্ধার হচ্ছে লক্ষ লক্ষ টাকার মূল্যবান সেগুন কাঠ। কখনো বন দফতর একক অভিযানে নামছে আবার কখনো বা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালাচ্ছে বন দফতর।

তবে স্বল্প সংখ্যক কর্মী আর মান্ধাতা আমলের অস্ত্র নিয়ে একক অভিযানে নেমে অনেক সময় দুষ্কৃতীদের সঙ্গে পেরে উঠছে না বনকর্মীরা। তবুও প্রাণের ঝুঁকি নিয়ে কাঠ চোরেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে বন দফতর । বুধবার রাতে বীরপাড়া পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালিয়ে ব্লকের সরুগাঁও বস্তী থেকে একটি ছোট গাড়ি সহ প্রায় দেড় লক্ষ টাকার অবৈধ সেগুন কাঠ বাজেয়াপ্ত করে জলপাইগুড়ি ডিভিশনের বানার হাট রেঞ্জের রেতি বিটের বনকর্মীরা।
আরও পড়ুনঃ পিংলায় পিতাকে হত্যার অভিযোগ গ্রেফতার পুত্র-পুত্রবধূ
গ্রেফতার করা হয় ২ পাচারকারিকে। এদিন বন কর্মীদের সঙ্গে পুলিশ থাকায় পাচারকারিরা বনকর্মীদের উপর হামলা চালাতে সাহস পায়নি। উল্টে ২ জনকে আটক করে বীরপাড়া থানার পুলিশ। এবিষয়ে বীরপাড়া থানার ওসি পালজার ভুটিয়া জানান,”২ জন পাচারকারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কোর্টে পাঠান হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584