শিলিগুড়িতে সোনা উদ্ধার, ধৃত ২

0
35

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

court | newsfront.co
নিজস্ব চিত্র

শনিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি স্টেশনের ব্রহ্মপুত্র মেলে অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা। এরপর সেখানে ২ জনকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় সোনা। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুনঃ যাত্রীবাহী অটোতে মদ পাচারের সময় পুলিশের হাতে গ্রেফতার অটোচালক

ধৃতদের নাম যোগেশ শনি(২৫) ও মাঙ্গি লাল(৪৫)। দুই জনই রাজস্থানের বাসিন্দা। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর সূত্রে জানা গেছে ধৃতদের কাছ থেকে ১ কিলো ৯৯২ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৯ লক্ষ টাকা।

উদ্ধার হওয়া সোনা গুয়াহাটি থেকে দিল্লির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের এই দিন শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তাদের ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here