আকাশে ফিরছে দুটি ধারাবাহিক

0
667

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

আকাশ আটের দুটি জনপ্রিয় ধারাবাহিক ‘আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম’ এবং ‘দীপাবলির সাতকাহন’। দিনকয়েক বন্ধ ছিল ধারাবাহিক দুটি। ফের শুরু হতে চলেছে ৩১ অগাস্ট থেকে।

লকডাউনের জেরে অন্য অনেক ধারাবাহিকের সম্প্রচার বন্ধ করেছে বিভিন্ন চ্যানেল। এক্ষেত্রে সেটা হল না। ধারাবাহিক দুটি ফিরছে স্বমহিমায়।

আরও পড়ুনঃ সুস্মিতা আনিস, মিনার রহমানের নতুন প্রেমের গান

tele serial | newsfront.co
দীপাবলির সাতকাহন-এ দ্রোণ মুখার্জি
anuskha goswami  | newsfront.co
দীপাবলির চরিত্রে অনুষ্কা গোস্বামী

‘আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম’-এর সঙ্গে যুক্ত হয়েছে ‘টু’ শব্দটি। কেননা একেবারে নতুনভাবে ফিরছে এই ধারাবাহিক। তাই নতুন বলাই শ্রেয় তাকে। তবে, গল্পের কেন্দ্রে সেই বৃদ্ধাশ্রম ‘শেষের কবিতা’। যশোদা দেবী ও তার ‘শেষের কবিতা’র সদস্যদের দিনযাপন এই ধারাবাহিকের রসদ ছিল আগামীতেও থাকবে।

আরও পড়ুনঃ পাল্টে গেল বাবলি

প্রসঙ্গত, ‘আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম’-এর ব্যাপক সাফল্যের পর দর্শকের বিশেষ অনুরোধেই চ্যানেল ডিরেক্টর ইশিতা সুরানা পোদ্দার বৃদ্ধাশ্রমের প্রথম ভাগের কাহিনি যেখানে শেষ হয়েছিল সেখান থেকে গল্পকে সামনে এগিয়ে নিয়ে চলার কথা ভাবেন। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বৃদ্ধাশ্রমের মানুষেরা কীভাবে জীবন কাটাচ্ছেন ধারাবাহিকের কাহিনির প্রথমে সেটাই দেখা যাবে।

বৃদ্ধাশ্রমের ছবি

গল্পের শুরু হচ্ছে বৃদ্ধাশ্রমের একজন প্রবীণ নাগরিক প্রফুল্লকে করোনা সন্দেহে যশোদার আটকে রাখা নিয়ে। নিজের বৃদ্ধা মাকে আশ্রমে রাখতে এসে লকডাউনের কারণে অনির্বাণ আটকে পড়ে। অনির্বাণ জানতে পারে প্রফুল্লকে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে।

সেটা দেখে অনির্বাণ ভাবতে থাকে শেষের কবিতা আশ্রমে অসুস্থ মানুষের সাথে অমানবিকভাবে মানসিক অত্যাচার করা হয়! প্রথমে অনির্বাণ যশোদাকে ভুল বোঝে পরে অবশ্য এই ভুল ভাঙে। লকডাউনের মধ্যে বৃদ্ধাশ্রমে সাহায্য আসা বন্ধ হতে থাকে।

আরও পড়ুনঃ ফ্লোরে ফিরছেন দুই বর্ষীয়ান

তার ফলে কোথাও গিয়ে আর্থিক দিকেও একটু চাপের মুখে পড়ে শেষের কবিতা। যশোদার পরিবার চায় এই করোনা পরিস্থিতিতে যশোদা শেষের কবিতা ছেড়ে এসে তাদের কাছে থাকুক। এর মধ্যে যশোদাও একটু অসুস্থ হয়ে পড়ে। মৌলি চেষ্টা করে বৃদ্ধাশ্রমের মানুষগুলোর পাশে দাঁড়াতে, যশোদাকেও সাহায্য করতে। মৌলি ও যশোদা এই দুর্দিনে বৃদ্ধাশ্রমের মানুষগুলোর পাশে দাঁড়াতে পারবে তো? নাকি আবার নতুন কোনও বিপদ আসতে চলেছে শেষের কবিতায়।

কাহিনি লিখছেন অশোক বোস। লিলি চক্রবর্তী, মনোজ মিত্র,। ছন্দা চ্যাটার্জি, পৃথা চন্দ্র, শুভজিৎ ব্যানার্জি, ইন্দ্রজিৎ মজুমদার, আয়ুষ দাস, সৌমেন বিশ্বাস, মুকুন্দ দাস, পঞ্চানন ব্যানার্জি, সুস্মিতা চক্রবর্তী, অরুনাভ দত্ত সহ আরও অনেকে। পরিচালক দেবীদাস ভট্টাচার্য। ধারাবাহিকটি সম্প্রচারিত হবে সোম থেকে শনি সন্ধে সাড়ে ৭ টায়।

আরও পড়ুনঃ শেষের পথে ধারাবাহিক ‘জয় বাবা লোকনাথ’

ওদিকে ফিরছে ‘দীপাবলির সাতকাহন’ও। দীপাবলির জীবনের নানা ধরনের কঠিন ও চ্যালেঞ্জিং মুহূর্তে হাজির হতে চলেছে ধারাবাহিকে। মুখ্য চরিত্রে অনুষ্কা গোস্বামী। সমরেশ মজুমদারের অনবদ্য সৃষ্টি ‘সাতকাহন’। সেখানে মুখ্য চরিত্রের নাম দীপাবলি। সেখান থেকে ধারাবাহিকের নাম রাখা হয়েছে ‘দীপাবলির সাতকাহন’। মেয়েবেলার দীপাবলির চরিত্রে ছিল সৌমি চ্যাটার্জি। আর যুবতী দীপাবলির চরিত্রে অনুষ্কা গোস্বামী। রয়েছেন দ্রোণ মুখার্জি সহ আরও অনেকে।

সোম থেকে শনি সন্ধে ৭ টায় দেখুন ‘দীপাবলির সাতকাহন’ আকাশ আট চ্যানেলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here