সজিবুল ইসলাম,মুর্শিদাবাদঃ
রাণীনগর থানার আন্তর্জাতিক সীমান্ত ১১৭ নং ব্যাটেলিয়ান বিএসএফের রাজানগর বিওপি এরিয়া থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করে কর্মরত বিএসএফ জওয়ানেরা।
বিএসএফ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন সীমান্তে কর্মরত বিএসএফরা। এরপর তাদের আটক করে তল্লাশি ও জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা বাংলাদেশী নাগরিক।
ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্য সীমান্ত পার হতেই বিএসএফের জওয়ানের হাতে আটক হয়। বিএসএফ আধিকারিকরা আরও জানান যে, ধৃত দুই বাংলাদেশী হলেন আজিজুল ইসলাম(২১),ও মোহাম্মদ সাহিন (৩৮)। দুজনের বাড়িই বাংলাদেশের রাজশাহী জেলায় বলে জানা গিয়েছে।
বেশ কিছু দিন আগে ভারতে প্রবেশ করেন তার পরে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। কাজ আর না পাওয়ায় তারা আবার নিজ দেশে ফিরছিলেন তখনই বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
আরও পড়ুনঃ লালবাগ মহকুমা আদালতে তালা ঝুলিয়ে বিক্ষোভ
বেশ কয়েক দিন আগে ১১৭ নং বিএসএফ জওয়ানদের হাতে এক বাংলাদেশী নাগরিক আটক হয় তারপরে এদিন আবারও। ধৃত দুই বাংলাদেশি নাগরিকদের রাণীনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে বিএসএফ সূত্রে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584