পথ দুর্ঘটনায় আহত দুই যুবকের চিকিৎসায় পুলিশের সাহায্যের হাত

0
61

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ফের পুলিশ প্রশাসনের মানবিকতার ছবি উঠে এলো পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের নয়াবসত এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায় যে শুক্রবার দুপুর নাগাদ নয়াবসত এলাকার রাজ্য সড়কের উপর ট্রাক্টর ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় দুই বাইক আরোহী।

bike riders | newsfront.co
আহত বাইক আরোহী ৷ নিজস্ব চিত্র

এরপর স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশকে। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ।এরপর পুলিশ কর্মীরা ওই দুই আহত বাইক আরোহী কে উদ্ধার করে স্থানীয় দ্বারিগেরিয়া হাসপাতালে নিয়ে গেলে আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীর ব্যানার সহ গাড়ি আটক

আহত দুই যুবকের পরিচয় জানা যায় নি। পুলিশ আহত দুই যুবকের নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। চন্দ্রকোনা রোড বিট হাউস পুলিশের পক্ষ থেকে পথদুর্ঘটনায় আহত দুই যুবকের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ওই দুই যুবককে বাঁচিয়ে তোলার জন্য চিকিৎসার কোনো ত্রুটি রাখা হয়নি । তবে দুই যুবকের কোন পরিচয় না পাওয়ায় সমস্যায় পড়েছে পুলিশ ।

আরও পড়ুনঃ বাংলাকে গুজরাট হতে দেব না! মেদিনীপুরে বিজেপিকে আক্রমণ তৃণমূলের

দুই যুবক কথা বলার মতো অবস্থা নেই ।তাদের অবস্থা একেবারে সঙ্কটজনক। তাই তাদের পরিচয় এখনও জানা যায়নি ।পুলিশ প্রশাসনের এইরকম সহানুভূতি দেখে যথেষ্ঠ আপ্লুত এলাকার মানুষ। তাই ওই এলাকার বাসিন্দারা ফের পুলিশের মানবিক মুখ দেখলো। তাই পুলিশের ভূমিকায় খুশি এলাকার বাসিন্দারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here