কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি দখলের পথে তৃণমূল কংগ্রেস

0
47

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

অবশেষে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি দখলের পথে এবারে তৃণমূল কংগ্রেস। ২০১৮ সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার ২১টি পঞ্চায়েত সমিতির মধ্যে ২০টি পঞ্চায়েত সমিতির ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস। কেবলমাত্র সংখ্যার বিচারে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে এগিয়ে থাকে বিজেপি, কিন্তু সেই পঞ্চায়েত সমিতি এখনও গঠিত হয়নি।

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের কুসুমপুর অঞ্চল থেকে বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য শান্তি কিস্কু ও সাঁতরাপুর অঞ্চল থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য নবকুমার সিং আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মেদিনীপুর শহরের ফেডারেশন হলে সাংবাদিক সম্মেলন করে ওই দুইজন পঞ্চায়েত সমিতির সদস্যদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি,রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, সাংসদ মানস ভুঁইয়া,জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা সহ অন্যান্যরা।

তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, “কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি গঠন আদালতের মধ্যে রয়েছে, আদালত যেদিন কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি গঠনের নির্দেশ দেবে সেদিনই তৃণমূল কংগ্রেস কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি গঠন করবে।” উল্লেখ করা যায় যে ২০১৮ সালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির ২৫ টি আসনের মধ্যে বিজেপি ১৩এবং ১২ টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।বিজেপি ছেড়ে সোমবার তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় তৃণমূলের ১২ থেকে ২টি বেড়ে ১৪ এবং বিজেপির থেকে ১৩ থেকে দুই কমে১১ হয়েছে।

আরও পড়ুনঃ মৃত সংবাদপত্র বিক্রেতা সুজন, শোকের ছায়া বালুরঘাটে

তাই পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি পঞ্চায়েত সমিতির ক্ষমতা দখলে নিয়ে এল তৃণমূল কংগ্রেস। বিজেপির জেলা সভাপতি সমিত কুমার দাস বলেন প্রলোভন দেখিয়ে তাদের দুই সদস্যকে তৃণমূল দলে নিয়েছে। তবে মানুষের মন থেকে ওরা বিজেপিকে মুছে দিতে পারবে না। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন কাউকে কোন প্রলোভন দেওয়া হয়নি। ওরা স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here