নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের মধ্যে বাড়িতে একা থাকা কিশোরীকে ধর্ষণের চেষ্টার দায়ে দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল গ্রামের বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের সাহেবঘাটা এলাকায়। ধৃতদের নাম শ্যাম সরকার ও উজ্জ্বল সরকার। এদের বাড়ি ঘাঁটিশাল ও রঘুনাথপুর গ্রামে।
কিশোরীর অভিযোগের ভিত্তিতে কালিয়াগঞ্জ থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে পকসো মামলা চালু করেছে। জানা গিয়েছে, লকডাউনে এই কিশোরীর মা অন্যত্র আটকে আছে।
আরও পড়ুনঃ জেলা জুড়ে নাকা চেকিং
ফলে বাড়িতে একা ছিল কিশোরী ও তার বাবা। বাড়িতে বাবার অনুপস্থিতির সুযোগে দুই অভিযুক্ত চুপিসারে কিশোরীর বাড়িতে ঢুকে প্রথমে বিদ্যুৎতের মেনসুইচ বন্ধ করে দেয়।
বাড়িতে অন্ধকার নেমে এলে কিশোরীর উপর ঝাঁপিয়ে পড়ে এক যুবক। কিশোরী চিৎকার শুরু করলে আশপাশের বাসিন্দারা দৌড়ে আসে।
হাতেনাতে দুই যুবককে ধরে ফেলে গ্রামের মানুষ। সেই খবর পেয়ে রাতেই কালিয়াগঞ্জ থানায় পুলিশ ছুটে যায়। মঙ্গলবার সকালে লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ পকসো আইনে মামলা চালু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584