শ্যামল রায়,নদীয়াঃ
বুধবার দুপুরে নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর নিচে গঙ্গা থেকে দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করল নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত দুই কিশোরের নাম হল দেবব্রত কুন্ডু বয়স ১৭ ,বাড়ি চারিচারা বাজার এলাকায়। দ্বিতীয় মৃত কিশোরের নাম হল তরুণ সাধুখা বয়স১৭,বাড়ি রামকৃষ্ণ কোলনির বিশ্বাস পাড়ায়। দেবব্রত কুন্ডু নবদ্বীপ শিক্ষা মন্দিরের দ্বাদশ শ্রেণীর ছাত্র। তরুণ সাধুখা একটি গ্রিলের দোকানে কাজ করে। নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুবীর কুমার পাল জানিয়েছেন যে প্রচণ্ড গরম থাকার কারণে ওই দুই কিশোর নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সংলগ্ন গঙ্গার ঘাটে স্নান করতে নেমে সাঁতার না জানার কারণে খুব সম্ভবত জলে ডুবে যায়। এদিন দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর জেলা হাসপাতালে পাঠানো হবে। এছাড়াও তদন্ত শুরু করা হয়েছে।
আরো জানা গিয়েছে যে এই দুই বন্ধুর গঙ্গায় ডুবে যাওয়ার কারন কি অনুসন্ধানের জন্য তার দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নবদ্বীপ থানার পুলিশ। যদিও নবদ্বীপ থানার পুলিশ আটক করার কথা অস্বীকার করেছে।
জানা গিয়েছে যে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ওই দুই কিশোর নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর কাছে গঙ্গার পাড়ে যায়। জানা গিয়েছে যে ওই দুই কিশোর তাদের সাইকেল বা জামাপ্যান্ট সমস্ত কিছুই গঙ্গার পাড়ে দেখে গঙ্গায় স্নান করতে নামে বলে ওখানকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। ওই গঙ্গার ঘাটে জলের গভীরতা থাকার কারণে ওই দুই কিশোর সাতার জানে না তার ফলে গঙ্গায় ডুবে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনা ঘিরে মৃত দুই কিশোরের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তবুও দুই কিশোরের পরিবারের লোকজনেরা দাবি করেছেন করেছেন মৃত্যুর প্রকৃত তদন্ত হওয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584