জলঙ্গিতে পদ্মায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর

0
203

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

আজ দুপুরে পদ্মা নদীর জলে স্নান করার সময় নদীর স্রোতে তলিয়ে যায় জলঙ্গির জয়কৃষ্ণপুরের দুই কিশোর।

river | newsfront.co
নিজস্ব চিত্র

একজনের নাম জাব্বার সেখ ও অপরজনের নাম সোহেল বিশ্বাস। তারা উভয়ই একই এলাকার বাসিন্দা।

জলঙ্গি মাছ বাজারের পাশেই পদ্মা নদী, সেখানেই স্নান করতে আসে তিন জন। স্নানে নেমে জলের স্রোতে ভেসে যায় দুই জন। এই খবর পরিবারের কাছে গিয়ে জানায় অপর এক সঙ্গী।

আরও পড়ুনঃ কুলতলির লোকালয়ে ঢুকে পড়া বাঘ বন্দি বন দফতরের খাঁচায়

সোহেল বিশ্বাসের পরিচয় পত্র। নিজস্ব চিত্র

তখনই পরিবারের সকলে কান্নায় ভেঙে পড়ে এবং থানায় খবর দিলে পুলিশ ও স্থানীয় ১৪১ বিএসএফ জওয়ান এসে, বিএসএফ জওয়ানদের টলারে করে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে। যদিও কোন খোঁজ মেলেনি ওই দুই কিশোরের।

আরও পড়ুনঃ নবান্ন অভিযানের আগেই সায়ন্তনের মন্তব্য ঘিরে বিতর্ক

boy dead | newsfront.co
জাব্বার সেখের পরিচয় পত্র। নিজস্ব চিত্র

তবে স্থানীয় প্রশাসনের তরফে ডুবুরিকে জানানো হয়েছে বলে সূত্রের খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here