নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
জমিতে আল কাটা নিয়ে গন্ডগোলের জেরে ভাইয়ের বিরুদ্ধে কোদাল দিয়ে দাদার মাথা ফাটানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচলের দামাইপুর নয়াটোলা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোদালের ঘায়ে জখম ব্যক্তির নাম মহম্মদ সহিমুদ্দিন (৫২)।
তাকে চিকিৎসার জন্য মালতীপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা গুরুতর থাকায় সঙ্গে সঙ্গে তাকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গ্রামেই পাশাপাশি দুই ভাই সহিমুদ্দিন ও নৈমুদ্দিনের চাষের জমি রয়েছে।
গতকাল জমি চাষ করতে গিয়ে সহিমুদ্দিন পাশের জমির আল কাটে বলে অভিযোগ। মঙ্গলবার সকালে ছোট ভাই নৈমুদ্দিন ওই জমির পাশেই চাষ করতে গিয়ে দেখে বড় ভাই আগেই আল কেটে রেখেছে। আল কাটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
আরও পড়ুনঃ ধুলোয় নাজেহাল, প্রতিবাদে পথ অবরোধ ফুলবাড়িতে
সেসময় নৈমুদ্দিন হাতের কোদাল দিয়ে দাদা সহিমুদ্দিনের মাথায় কোপ বসিয়ে দেন। সাথে সাথে সহিমুদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। গ্রামবাসীরা রক্তাক্ত অবস্থায় সহিমুদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মালতীপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
তার মাথায় ১৫টি সেলাই পড়েছে। অবস্থা গুরুতর থাকায় সহিমুদ্দিনকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা সঙ্কটজনক। পুলিশ নৈমুদ্দিন ও তার ছেলে খালেদুরকে গ্রেফতার করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584