নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
সবং ব্লকের মোহাড় এলাকায়, নিজের বাড়ির শৌচাগার পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মৃত্যু হল দুই ভাইয়ের। রবিবার মর্মান্তিক ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১১ নম্বর মোহাড় অঞ্চলের মধ্যপাড়া এলাকায়।
মৃত দুই ভাইয়ের নাম নিতাই চাঁদ মন্ডল ও পূর্ণ চন্দ্র মন্ডল। স্থানীয় সূত্রে জানা যায় যে, রবিবার সকালে নিজের বাড়ির শৌচাগারের চেম্বার পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে দুই ভাইয়ের দম বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলেই দুই ভাই মৃত্যুর মুখে ঢলে পড়ে।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে বিরল প্রজাতির সাপ উদ্ধার
বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া, বিধায়ক গীতা রানী ভুঁইয়া, তৃণমূল কংগ্রেসের সবং ব্লকের সভাপতি অমল পন্ডা সহ অন্যান্যরা। ঘটনাস্থলে গিয়ে সবং থানার পুলিশকে বিষয়টি জানান সাংসদ মানস ভুঁইয়া।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সবং থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।এই মর্মান্তিক ঘটনায় পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। সাংসদ মানস ভুঁইয়া মৃত দুই ভাইয়ের পরিবারকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন এবং দুটি পরিবারের সকলকে সমবেদনা জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584