তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
জাতীয় স্তরে মধ্যপ্রদেশের ইন্দরে অনুর্ধ ১৯ বালক বিভাগে খো-খো খেলার সুযোগ পেয়ে যায় কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র দুই ভাই দুলাল ও জীবন মধ্য প্রদেশের উদ্দেশ্য রওনা দিল।উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সম্পাদক প্রবীর গুহ জানান কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র দুলাল বর্মন ও জীবন বর্মন দুই ভাইয়ের জন্য আমরা গর্বিত।আগামী ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে মধ্য প্রদেশের ইন্দরে জাতীয় স্তরের বিদ্যালয় ভিত্তিক অনুর্ধ ১৯ খো-খো খেলা।চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার সাহা বলেন দুলাল ও জীবন আমাদের বিদ্যালয়ের গর্ব।ওরা অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে হলেও খো খো খেলার প্ৰতি ওদের নেশা আজ এই জায়গায় যেতে ওরা সুযোগ পেয়েছে।ওদের সুনাম আমাদের বিদ্যালয়কে অনেক সম্মান এনে দিয়েছে।দুলাল ও জীবন আরো অনেক দূর এগিয়ে যাবে বলে তার দৃঢ় বিশ্বাস।ডালিমগাঁও স্পোর্টস একাডেমির সম্পাদক সরকার বলেন দুলাল ও জীবন দুই ভাই পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করলেও ওরা দুজনেই আমাদের ডালিমগাঁও স্পোর্টস একাডেমিতে খো-খো র প্রশিক্ষণ নিয়ে থাকে।সংস্থার কার্যকরী সভাপতি গৌতম ভদ্র বলেন একেবারে হত দরিদ্র ঘরের দুই ভাই অত্যন্ত কষ্ট করে খো-খো তালিম নিয়ে থাকে।আমরা সব দিক দিয়েই ওদের সাহায্য করে থাকি যাতে ওরা সাফল্যের শীর্ষে একদিন যেতে পারে এই মনে করে।
আরও পড়ুন: ব্রিগেড সমাবেশের প্রচার সভা দিনহাটায়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584