নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ভারত বাংলাদেশ সীমান্ত ভাটোল এলাকার মালদাখন্ড সীমান্ত চৌকিতে কর্তব্যরত এক বি এসএফ জওয়ান ডিউটিরত অবস্থায় সার্ভিস রাইফেল থেকে গুলি চালালে মৃত্যু হয়েছে দুই কর্তব্যরত বিএসএফ জওয়ানের।
বি ও পি’র মাহিন্দ্র সিং শেঠঠী নামে এক ইন্সপেক্টর ও অনুজ কুমার নামে এক কর্তব্যরত বি এস এফের কনস্টেবলকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। এই মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে বিএস এফের উচ্চ পদস্থ আধিকারিক ও রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন। এই ঘটনায় রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার জানিয়েছেন, “বি এস এফের ১৪৬ নম্বর ব্যাটালিয়নে ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুনঃ রক্তদান শিবিরে মাইক বাঁধার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল যুবকের
গুলিতে ওই দুই বি এস এফ কর্মীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। গুলি চালানোর পর উত্তম সূত্রধর নামে ওই বি এস এফ কনস্টেবল বি ও পি’র কমান্ডান্টের কাছে আত্মসমর্পণ করেছে। কি কারণে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584