শ্যামল রায়,পূর্বস্থলীঃ
জাহান্নগর গ্রাম পঞ্চায়েত নির্মল গ্রাম পঞ্চায়েত। সম্প্রতি প্লাস্টিক মুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্য নিয়ে পঞ্চায়েত প্রধান সুভাষ ঘোষ দুটি গাড়ির উদ্বোধন করেছেন। শুক্রবার গাড়ির উদ্বোধনকালে তিনি জানিয়েছেন যে পঞ্চায়েত এলাকায় নোংরা আবর্জনা প্রত্যেক বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করবে পঞ্চায়েতের সাফাই কর্মীরা।
তিনি আরও জানান, যে কোন পরিবার যদি এক কেজি প্লাস্টিক দেয় তার পরিবর্তে দু কেজি করে চাল দেওয়া হবে সেই পরিবারকে । উদ্দেশ্য একটাই প্লাস্টিক মুক্ত পঞ্চায়েত গড়তে হবে ৷এছাড়াও পঞ্চায়েত প্রধান সুভাষ ঘোষ জানিয়েছেন যে ইতিমধ্যে পঞ্চায়েত এলাকার বিভিন্ন আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে যে, স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি সমস্ত পরিবারকে বার্তা দিতে হবে এবং সচেতন করতে হবে যে প্লাস্টিক এমন একটি পদার্থ যা মাটির সঙ্গে মেশে না বরং পরিবেশ দূষণ করে ৷
তাই এক কেজি প্লাস্টিক দিলে তার পরিবর্তে পরিবারের জন্য দু কেজি চাল দেওয়া হবে । পরিবেশের সুস্থতার দিকে নজর দিতে এবং প্লাস্টিক বর্জিত পঞ্চায়েত গড়ার লক্ষ্য নিয়েই এই কাজ সফল করতে সকলের সহযোগিতার কথা জানিয়েছেন পঞ্চায়েত প্রধান সুভাষ ঘোষ।
আরও পড়ুনঃ কুকড়াহাটিতে জলে তলিয়ে গেল বালি বোঝাই নৌকা
ইতিমধ্যে প্রচার অভিযান চলছে গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের মধ্যে। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে দুটি গাড়ি নোংরা আবর্জনা এবং প্লাস্টিক সংগ্রহ করছে সাফাই কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584