Kappa Variant: এবার কাপ্পা ভ্যারিয়ান্ট! মিলল উত্তরপ্রদেশে দুজনের শরীরে

0
56

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

স্বাস্থ্য মন্ত্রকের চিন্তা বাড়িয়ে এবার যোগীরাজ্যে দুজনের শরীরে দেখা মিললো করোনার কাপ্পা ভ্যারিয়েন্টের। জানা গিয়েছে লখনৌয়ের কিং জর্জ মেডিক্যাল কলেজে দুই ব্যক্তির নমুনা পরীক্ষায় মিলেছে কাপ্পা স্ট্রেনের উপস্থিতি। শুধু কাপ্পা ভ্যারিয়ান্টই নয়,উত্তরপ্রদেশের ১০৭ জনের শরীরে পাওয়া গিয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টও। বিষয়টি ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে জানানো হয়েছে বলে সূত্রের খবর।

Kappa Varient
প্রতীকী চিত্র

উত্তরপ্রদেশের অতিরিক্ত স্বাস্থ্য সচিব অমিত মোহন প্রসাদ জানান, বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। সার্স কোভ২ ভাইরাসের এই ভ্যারিয়্যান্টের চিকিৎসা সম্ভব এবং সুস্থতার হারও আশাপ্রদ। তিনি জানিয়েছেন, এর আগেও উত্তরপ্রদেশে কাপ্পা ভ্যারিয়্যান্টের হদিশ পাওয়া গিয়েছিল। উত্তরপ্রদেশে ডেল্টা, আলফা এবং কাপ্পা ভ্যারিয়্যান্টের সংক্রমণ বাড়ছে কিনা সেদিকেও নজর রাখছেন তাঁরা।

আরও পড়ুনঃ টিকার শংসাপত্র নয়, যাত্রীদের করোনা পরীক্ষাই হোক আন্তর্জাতিক ভ্রমনের ছাড়পত্রঃ কেন্দ্রীয় বিদেশমন্ত্রী

আলফা, বিটা, গামা, ডেল্টা, ডেল্টা প্লাস করোনার বিভিন্ন ভ্যারিয়ান্ট দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। তারমধ্যে ভারতে কাপ্পা ভ্যারিয়ান্টের উপস্থিতি চিন্তায় ফেলছে সরকারকে। এখনো কাটেনি করোনার দ্বিতীয় ঢেউ, তার মধ্যেই তৃতীয় ঢেউয়ের আগমনের খবর একপ্রকার নিশ্চিত। তার সঙ্গে ভাইরাসের বিভিন্ন ভ্যারিয়ান্টের হদিশ পাওয়া যাচ্ছে দেশেই।

অন্যদিকে লকডাউনে হাঁফিয়ে উঠে মানসিক ক্লান্তি কাটাতে মানুষের বেপরোয়া ‘রিভেঞ্জ ট্র্যাভেল’ তৃতীয় ঢেউকে আরো ভয়াবহ করে তুলতে পারে, এবিষয়ে সতর্ক করেছে স্বাস্থ্য মন্ত্রক ও আইসিএমআর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here