বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে মৃত্যু দুই শিশুর

0
31

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

চার বন্ধু একসঙ্গে মাছ ধরতে গিয়ে জলের তোড়ে আচমকা দুই শিশু তলিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোয়ালপোখরের সাহাপুর এলাকায়।

two child dead | newsfront.co
নিজস্ব চিত্র

বাকি দুজনও তলিয়ে যেতে যেতে অল্পের জন্য রক্ষা পেয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে সাহাপুরের ভেন্ডাবাড়ী গ্রামে। জানা গিয়েছে, মৃত দুই শিশুর নাম মহম্মদ আশফাক (৭) এবং মহম্মদ নাহিদ (৮)। তারা স্থানীয় মাদ্রাসার ছাত্র। এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান অজয় সিংহ জানিয়েছেন, জলাশয়ে চারজন মিলে মাছ ধরতে গিয়েছিল।

আরও পড়ুনঃ বাজ পড়ে দুই পরিবারে ২ জনের মৃত্যু

মাছ ধরতে ধরতে চারজনই গভীর জলের মধ্যে পড়ে যায়। কিন্তু দুজন কোনরকমে সেখান থেকে উঠে এলেও, বাকি দুজন তলিয়ে যায়।

দীর্ঘ সময় ধরে খোঁজ করে তাদের যখন সন্ধান পাওয়া যায়নি, তখন স্থানীয় সোলপাড়া বাজার থেকে জেলেদেরকে ডেকে নিয়ে আসা হয়।

জেলেদের জালেই উদ্ধার হয় ওই দুই শিশুর দেহ। উদ্ধার হওয়ার পর ওই দুই শিশুকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জেলা পুলিশ সুপার শচীন মাক্কার জানান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here