নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
একই পরিবারের দুই সন্তানের জলে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে রানিতলা থানার বেগুন ডিহি গ্রামে।
জানা গেছে, রবিবার দুপুর ২ টা নাগাদ গ্রামের সুরজ আলির এক ছেলে এবং মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিকেল পাঁচটার দিকে বাড়ির পিছনে ডোবায় ভেসে ওঠে দুই শিশুর দেহ। মৃত দুই শিশুর নাম আম্মার শেখ (৪), এবং আরিবা খাতুন (২)। পরিবারের অনুমান খেলতে খেলতে বাড়ির পিছনের দিকে চলে যায় এবং ডোবায় পরে গিয়েই মৃত্যু হয়েছে তাদের।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে ঝাড়গ্রাম জেলা কিষাণ কংগ্রেসের গণস্বাক্ষর কর্মসূচি
দেহ দুটি প্রাথমিক তদন্তের জন্য প্রথমে নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে আজ সোমবার ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয় । ঘটনার সত্য উদঘাটনে তদন্ত শুরু করেছে রানিতলা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584