প্রবল বর্ষণে তোর্সার পাড় ভেঙ্গে জয়ঁগায় তলিয়ে গেল একই পরিবারের দুই শিশু

0
51

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

প্রবল বর্ষণের মধ্যেই বুধবার ভুটান সীমান্তবর্তী শহর জয়ঁগায় তোর্সা নদীতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। প্রবল বর্ষণে ভয়াবহ চেহারা নিয়েছে তোর্সা, আর সেই ভয়ঙ্কর অবস্থায় নদীর পাড় ভেঙ্গে তলিয়ে গেল একই পরিবারের দুই শিশুকন্যা। দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের জয়গাঁতে। দুই শিশুকন্যাকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। তবে সময় যত এগোচ্ছে বাড়ছে আশঙ্কাও।

Torsa river
ছবি: সংগৃহীত

শিশু দুটির এক জনের বয়স আট ও অন্য জনের ১০ বছর বয়স। প্রত‍্যক্ষদর্শীরা অনেকেই শিশু দু’টিকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জয়ঁগা থানার পুলিশ। শিশু দু’টিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুনঃ প্রবল বৃষ্টির ও ধসের জেরে বিচ্ছিন্ন নৈনিতাল, উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়ঁগা থানা এলাকার এক নম্বর গ্ৰাম পঞ্চায়েতের ছোটো মেচিয়াবস্তি অঞ্চলের বাসিন্দা সফিক আনসারি। তাঁরই দুই শিশুকন্যা তোর্সা নদীতে নেমেছিল শৌচকর্ম করতে। কিন্তু টানা বৃষ্টিতে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তোর্সা। ক্রমাগত ভাঙছে তার পাড়। এই শিশুদুটির ক্ষেত্রেও তাই হয়েছে, আচমকা পাড় ভেঙে গিয়ে স্রোতে ভেসে যায় তারা। এই দুর্ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে সফিক আনসারির পরিবার ও গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া নেমেছে এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here