নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
বাংলাদেশে অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়ে আটকে পড়লেন বালুরঘাট শহরের খিদিরপুর এলাকার বর্মণ দম্পতি। করোনা ও লকডাউনের জন্য বাংলাদেশে গিয়ে আটকে পড়েছেন তারা। এদিকে কিছু দিন আগে ভিসার মেয়াদ শেষ হয়ে পড়ায় ছোট ছেলে ও স্ত্রীকে নিয়ে ব্যাপক সমস্যায় পড়েছেন বালুরঘাটের খিদিরপুরের দয়াল বর্মণ।
কি করে তারা এখন বাড়ি ফিরবেন তা নিয়েই দুশ্চিন্তায় বাংলাদেশে দিন কাটছে বর্মণ দম্পতির। পাশাপাশি বালুরঘাটের খিদিরপুরে থাকা দয়ালবাবুর দুই নাবালক সন্তানও দুশ্চিন্তায় রয়েছেন। বাংলাদেশে আটকে পড়া বাবা – মাকে ফিরিয়ে আনার আকুল আর্জি জানিয়েছেন তারা।
আরও পড়ুনঃ জলবন্দি প্রতাপপুর, দেখা নেই প্রশাসন-জন প্রতিনিধিদের
জানা গেছে, দয়াল বর্মণ পেশায় মৎস্যজীবী । দুই ছেলে, এক মেয়ে এবং স্ত্রীকে নিয়ে তাঁর সংসার । চলতি বছরে ১১ই মার্চ হোলির পরের দিন বাংলাদেশ থাকা অসুস্থ আত্মীয়কে দেখতে যান দয়াল বর্মণ, তাঁর স্ত্রী কমলা হালদার বর্মণ এবং ছোটো ছেলে নিত্যানন্দ বর্মণ। বাড়িতে রেখে যান মেয়ে পূর্ণিমা বর্মণ ও ছেলে হৃদয় বর্মণকে ।
আরও পড়ুনঃ হাতিশালে বেহাল রাস্তা, যানজটে নাভিশ্বাস যাত্রীদের
১৫ থেকে ২০ দিনের মধ্যেই বাংলাদেশ থেকে বাড়ি ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু করোনার জেরে ২৩ শে মার্চ থেকে দেশজুড়ে শুরু হয় লকডাউন । বন্ধ করে দেওয়া হয় সীমান্ত এলাকা । সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন দয়ালবাবুরা । বাংলাদেশ থেকে বাড়ি ফেরার সব রকম চেষ্টা করেও ব্যর্থ হন তাঁরা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584