মুখ্যমন্ত্রীর দাদার অন্যায় আবদারের প্রতিবাদ, জয়দ্বীপের পথে হেঁটেই পদত্যাগ দুই সহ-সভাপতির

0
131

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

যা প্রত্যাশা ছিল ঠিক সেটাই হল। সচিব জয়দ্বীপ মুখোপাধ্যায়ের পথে হেঁটে এবার আইএফএ থেকে ইস্তফা দিলেন দুই সহ-সভাপতি। আইএফএ সভাপতি তথা মুখ্যমন্ত্রীর দাদা অজিত বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন যে অন্যায় আচরণ করে চলেছেন, তারই প্রতিবাদ হিসেবে পদত্যাগের সিদ্ধান্ত নেন দুই সহ-সভাপতি পার্থ সারথী গঙ্গোপাধ্যায় এবং প্রাক্তন ফুটবলার তথা রাজ্য জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি তনুময় বসু ।

Ajit Banerjee | newsfront.co

জয়দ্বীপের মতই এই দুজন আইএফএ-তে অত্যন্ত ভদ্র মানুষ বলে পরিচিত। আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত এবং সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়ে দুই সহ-সভাপতি জানিয়ে দেন, আইএফএ-কে ‘দুর্নীতিমুক্ত’ করতে তাঁরা জয়দ্বীপ মুখোপাধ্যায়ের পাশেই আছেন। তাঁরাও চান না, কোনও কারণ বশত কলঙ্কিত হোক ভারতীয় ফুটবল সংস্থার নাম।

আরও পড়ুনঃ শাহ-সৌরভ পাশাপাশি

পাশাপাশি তাঁরা এও বলে দেন, আপাতত আই লীগ চলছে। যা আইএফএ-র কাছে গুরু দায়িত্ব। তাই আই লীগ শেষ হওয়া পর্যন্ত তাঁরা নিজেদের কর্তব্য পালন করবেন।” সচিবের পরই দুই সহ-সভাপতির পদত্যাগে আইএফএতে আগুন লাগার পরিস্থিতি। চাপে আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় তথা মুখ্যমন্ত্রী’র দাদা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here