রায়গঞ্জে পৃথকভাবে উদ্ধার দুটি গোখরো

0
44

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

মঙ্গলবার রায়গঞ্জের দুটি আলাদা জায়গা থেকে দুটি গোখরো সাপ উদ্ধার করলো পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। এদিন সকালে নলপুকুর গ্রামের হারুন রশিদের বাড়ি থেকে একটি পাঁচ ফুট লম্বা গোখরো সাপ উদ্ধার করলো পশুপ্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলসের এক সদস্য। অন্য সাপটি উদ্ধার হয় রায়গঞ্জ শহরের রাজবিহারী মার্কেটের এক হার্ডওয়ারের দোকান থেকে।

Cobra | newsfront.co
নিজস্ব চিত্র

লকডাউনের সময় দোকান বন্ধ থাকায় সম্ভবত সাপটি দোকানের জিনিসপত্রের মধ্যে ঢুকে ছিল। দুটো সাপকেই উদ্ধারের জন্য খবর দেওয়া হয়েছিল উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলসের অফিসে। খবর পেয়ে সংস্থার সদস্যরা গিয়ে সাপগুলো উদ্ধার করে নিয়ে আসে।

আরও পড়ুনঃ স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বিক্রি করে দেওয়ার অভিযোগ

সাপ দুটোকেই জনবসতিহীন এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে। পিপল ফর অ্যানিমেলস থেকে প্রচার করা হচ্ছে যেন কোন বন্য প্রাণীকেই কেউ পিছু ধাওয়া না করে বা বন্যপ্রানীকে মেরে না ফেলে। কারণ পশুপাখি, পরিবেশ ধ্বংস হয়ে গেলে যেকোনো মহামারীর প্রকোপ ব্যাপক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here