প্রথম দিনের র‍্যাপিড অ্যান্টিবডি টেস্টে ২ জনের রিপোর্ট পজিটিভ, জানাল স্বাস্থ্য দফতর

0
160

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

প্রথম দিনের র‍্যাপিড অ্যান্টিবডি টেস্টে কলকাতার ২ জনের রিপোর্ট এল পজিটিভ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সোমবার কলকাতা ও হাওড়ায় মোট ৭৮ জনের ওই পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে কলকাতার বাসিন্দা ২ জনের র‍্যাপিড অ্যান্টিবডি টেস্টে দু’জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তারা করোনা পজিটিভ কি না, সে বিষয়ে করোনা টেস্ট করা হবে। তবে ক্লাস্টার জোন ভিত্তিক আরও পরীক্ষা বাড়াতে চাইছে স্বাস্থ্য দফতর।

Corona test | newsfront.co
প্রতীকী চিত্র

প্রসঙ্গত, শনিবারই কেন্দ্র থেকে রাজ্যে চলে আসে ১০ হাজার র‍্যাপিড কিট। যদিও ৫০ হাজার র‍্যাপিড কিট দাবি করেছিল রাজ্য। এদিকে সেই কিট আসার পরেও তা ক্রটিপূর্ণ বলে অভিযোগ করে স্বাস্থ্য দফতর। বিষয়টি মেনে নেয় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর। বিষয়টি স্বীকার করে নাইসেডও।

আরও পড়ুনঃ করোনার জেরে থমকে শিশুদের টিকাকরণ, বাড়ছে অন্য রোগে আক্রান্তের ভয়

এরপর পুরসভার কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পর সোমবার দুপুর থেকে বেলগাছিয়া বস্তিতে ও হাওড়ায় এই পরীক্ষা শুরু হয়। সেখানেই এই র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট পজিটিভের ঘটনা সামনে আসে। যাঁদের রিপোর্ট পজিটিভ এসেছে, তাঁদের বাড়িকে কেন্দ্র করে চারপাশের এলাকায় প্রত্যেকের জরুরি ভিত্তিতে টেস্ট করানো হবে বলে স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে।

ওই এলাকার নির্দিষ্ট কিছু জায়গা ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। খুব প্রয়োজন না পড়লে, কাউকে সেখান থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। এ ছাড়াও ওই এলাকায় ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি।লকডাউন অমান্য করলে, আইন অনুযায়ী পদক্ষেপ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

প্রসঙ্গত, আক্রান্ত হওয়ার ৭ দিন পরে এই পরীক্ষা সম্ভব। এই পরীক্ষায় আইজিএম অথবা আইজিজি আছে কি না দেখা যায়‌। কারণ ৭ দিনের মধ্যেই মানুষের শরীরে ভাইরাসটির প্রেক্ষিতে বিশেষ অ্যান্টিবডি তৈরি হয়। আইজিএম পজিটিভ মানে, ওই ব্যক্তির শরীরে অতি সম্প্রতি কোনও ভাইরাস বাসা বেঁধেছে। অন্য দিকে আইজিজি পজিটিভ মানে, ওই ব্যক্তির শরীরে ভাইরাসের উপস্থিতি ছিল ৩-৪ সপ্তাহ আগে। কিন্তু সেই ভাইরাসই যে করোনা, তা স্পষ্ট করে না এই পরীক্ষা। সেই কারণে করোনা টেস্ট করে নেওয়া প্রয়োজন।

এর আগে নবান্নে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানান, হটস্পটেও যেমন এই নমুনা পরীক্ষা করা হবে, তেমনি যে জেলাগুলিতে কম ঘটনা রয়েছে সেই এলাকায় র‍্যাপিড টেস্ট করা হবে। উপদ্রুত এলাকার সঙ্গেই উপসর্গ না থাকলেও এই পরীক্ষা করা হবে। আপাতত রাজ্যের ৯ জেলায় কোনও করোনা নেই, সেখানেও এই পরীক্ষা হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here