নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলী ও মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট জেলা নির্বাচন আধিকারিক দপ্তরে নমিনেশন জমা দিলেন বৃহস্পতিবার।এদিন মেদিনীপুর শহরের কলেজ মাঠ থেকে মিছিল শুরু করে গোটা শহর পরিক্রমা করার পর মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব চলে।
আরও পড়ুনঃ তৃণমূল প্রার্থী পিতা পুত্রের জোড়া মনোনয়নপত্র দাখিল
এই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কয়েক হাজার বাম কর্মী সমর্থক এই মিছিলে পা মেলান।মূলত কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের একাধিক দূর্নীতির স্লোগানের পাশাপাশি রাজ্যে মহিলাদের সুরক্ষা,কৃষকদের সরকারি অনুদান,বেকার যুবকদের কর্মসংস্থান সহ বামেরা একাধিক দাবি তোলেন এই মিছিলের স্লোগানের মধ্যে দিয়ে।লাল শিবিরের এই মিছিল জমায়েত দেখে শক্তিবৃদ্ধির ইঙ্গিত বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584