সোমবার থেকে দু’দিনের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রীর

0
76

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

যতদিন যাচ্ছে ক্রমশ জটিল হচ্ছে করোনা পরিস্থিতি। হু হু করে বাড়ছে সংক্রমিত ও মৃতের সংখ্যা। এহেন পরিস্থিতির মাঝেই সামগ্রিক উন্নয়ন পর্বকে আরও গতি দিতে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৪ ও ২৫ অগাস্ট, দু’দিন পর্যায়ক্রমে দক্ষিণবঙ্গের নয়টি জেলা প্রশাসনের সঙ্গে নবান্ন সভাঘর থেকে ভার্চুয়াল বৈঠকে মিলিত হবেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের প্রধান ২০টি দপ্তরের যাবতীয় কাজকর্মের পর্যালোচনা হবে ওই বৈঠকে।

Mamata Banerjee | newsfront.co
মমতা ব্যানার্জি। ফাইল চিত্র

প্রসঙ্গত, করোনা আগমনের আগে চলতি বছরের ৪ মার্চ মালদহ জেলায় প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন জারি করা হয়েছিল। এই লকডাউন পর্বে দুই ২৪ পরগনা জেলার প্রশাসনিক বৈঠকের আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ স্কুলের কাছে ডিজিটাল পরিষেবা ব্যবহারের সুবিধা থাকা পড়ুয়ার হিসেব চাইল শিক্ষা দফতর

কিন্তু, সংক্রমণের আশঙ্কায় তা বাতিল করা হয়। নবান্ন সূত্রে খবর, আগামী সোমবার অর্থাৎ ২৪ অগাস্ট বৈঠকের প্রথম দিনে অংশ নেবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলা। দ্বিতীয় দিন মঙ্গলবার বৈঠকে থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলা।

আরও পড়ুনঃ ২০২৫ –এ দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ছাড়াবে ১৫ লক্ষঃ আইসিএমআর

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই নয়টি জেলার সভাধিপতি, জেলাশাসক, সব অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও, পুলিশ সুপার, কমিশনারেটের নগরপাল, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, আইসি এবং ওসিদের থাকতে নির্দেশ পাঠানো হয়েছে।

এছাড়াও এই বৈঠকে থাকার কথা বলা হয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, কৃষি, কৃষি বিপণন, স্বাস্থ্য, পূর্ত, জনস্বাস্থ্য, প্রাণী সম্পদ, আদিবাসী উন্নয়ন, ভূমি ও ভূমি সংস্কার, সেচ, বিদ্যুৎ এবং পুর ও নগরোন্নয়ন সহ ২০ টি দপ্তরের জেলার প্রধান আধিকারিকদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here