নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা পরিস্থিতির মধ্যেই আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার দুই দিনের বিশেষ অধিবেশন। সমস্ত রকম স্বাস্থ্য বিধিনিষেধ মেনেই হবে এই অধিবেশন।
সোশ্যাল ডিস্ট্যান্সিং-সহ কোভিড স্বাস্থ্যবিধি মেনে বিধানসভার দুই দিনের অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে বলে বৃহস্পতিবার ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। নিয়ম অনুসারে, প্রত্যেক বিধায়কের সঙ্গে বিধানসভায় প্রবেশের অনুমতি পাবেন শুধুমাত্র একজন সঙ্গী।
আরও পড়ুনঃ রাজ্যে কলোনির কুড়ি হাজারের বেশি বাসিন্দাকে জমির দলিল দেবে সরকার
করোনাভাইরাস সংক্রমণের আবহে দুই দিনের বিধানসভা অধিবেশন আয়োজনের বিষয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না রাজ্য প্রশাসন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বিধায়ক, অধ্যক্ষ এবং বিধানসভা চত্বরে প্রবেশকারী সকলের অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।
প্রবেশের আগে এই স্বাস্থ্য পরীক্ষা হবে বিধানসভার সমস্ত কর্মীরও। জানা গিয়েছে, বিধানসভা প্রবেশ করার আগে আগামী ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর অ্যান্টিজেন টেস্ট পরিচালনা করবে রাজ্য স্বাস্থ্য দফতর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584