নাট্য সিদ্ধান্তের উদ্যোগে দুই দিনব্যাপী নাট্য উৎসব কালিয়াগঞ্জে

0
82

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে কালিয়াগঞ্জের নাট্য সংস্থা নাট্য সিদ্ধান্তের উদ্যোগে দুই দিনব্যাপী নাট্য উৎসবের সূচনা করেন কালিয়াগঞ্জ পৌর সভার উপ-পৌরপিতা বসন্ত রায়।নাট্য উৎসবের দ্বিতীয় দিন নাট্য সিদ্ধান্ত নাট্য দলের নবতম প্রযোজনা

নিজস্ব চিত্র

“দেবতার ঠাঁই নাটকটি মঞ্চস্থ হল।এই অভিনব ও অসাধারন নাটকটি কালিয়াগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের আদিবাসী ছাত্র ছাত্রী ও সাধারণ নাট্য কর্মীদের নিয়ে অলচিকি ও বাংলা ভাষার সংমিশ্রনে একটি দুঃসাহসিক নাটক ‘দেবতার ঠাঁই’ নাটকটি মঞ্চস্থ করা হল।

অন্ধ বিশ্বাস ও ধর্মীয় গোঁড়ামির উপরে মানুষই যে সত্য এই ধ্রুব সত্য কথাটিই নাটকের মূল বৈশিষ্ট্য।শিক্ষার আলোয় সমাজের সকল অন্ধকার দূর হয়।ভালো মন্দ বিচারের ধারণা হয়।অত্যাচারী শাসকের অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠে।মানুষকে ক্ষুধার্ত রেখে ভগবানের পূজা হয়না এবং ভগবানও তা করতে শেখায় নি।সকল মানুষের মধ্যেই তিনি অধিষ্ঠিত।

নাটক মঞ্চস্থ হচ্ছে।নিজস্ব চিত্র

শিক্ষার আলোই একমাত্র মানুষে মানুষে ভেদাভেদ দূর করে।মানব কল্যাণ যে প্ৰকৃত ধর্ম সেই কথায় “দেবতার ঠাঁই”,নাটকের বার্তা সবার প্রতি।নাটকে অংশগ্রহণ করে আদিবাসী শিশু শিল্পী গৌতম হাসদা,নুয়েল কিস্কু,প্রিয়াঙ্কা দেবশর্মা,শ্রেয়া চ্যাটার্জি,স্রোত গাঙ্গুলী ও সুতিথি সেন।

নাট্য সিদ্ধান্তের দুই দিনের নাট্য উৎসবে প্রথম দিন মালদা নাট্য সেনার নাটক “২৫ শে আগস্ট” নাটকটি মঞ্চস্থ হয়।নাট্য সিদ্ধান্ত নাট্য দলের সম্পাদক মিনাক্ষ ঘোষ বলেন “আমাদের নাট্য সংস্থা খুব বেশি দিনের না হলেও আমরা আমাদের নাট্য সংস্থার মাধ্যমে চেষ্টা করে চলেছি।

আরও পড়ুনঃ ‘কৃষ্টি’-র উদ্যোগে সাতদিনের নাট্য উৎসবের সূচনা

নাট্য প্রেমী মানুষদের ভালো নাটক উপহার দেবার।” সংস্থার সভাপতি দীপঙ্কর কর বলেন নুতন নাট্য দল হলেও আমাদের সংস্থায় অনেক নুতন মুখ আসছে বিশেষ করে আদিবাসী সমাজ থেকে।

নাট্য সিদ্ধান্তের দুই দিনের নাট্য উৎসবে কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনের দর্শক আসন ছিল পরিপূর্ণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here