লালগোলা কলেজে আয়োজিত হল দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ভার্চুয়াল ওয়েবিনার

0
134

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

international conference | newsfront.co
সংবাদ চিত্র

মুর্শিদাবাদের লালগোলা কলেজের আরবী সাহিত্য বিভাগ ও আইকিউএসি এর উদ্যোগে এবং অ্যাকাডেমি অফ এক্সিলেন্স-এর সহযোগিতায় আয়োজিত হল দু’দিন ব্যাপী একটি আন্তর্জাতিক ভার্চুয়াল ওয়েবিনার। যার আলোচ্য বিষয় ছিল ‘উপসাগরীয় আরব বিশ্বে মহিলা উপন্যাসের ধারা’।

guest | newsfront.co
সংবাদ চিত্র

ওয়েবিনারটির মুখ্য আলোচক ছিলেন আরব আমীরশাহীর ঔপন্যাসিক আসমা যারউনী। এছাড়া অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন বাহরাইনের প্রখ্যাত ঔপন্যাসিক ও সমালোচক ফাহাদ হুসাইন, কুয়েতের সাহিত্য-সমালোচক ড. সিহাম আল-ফোরাইহ ও সাদিয়া মোফার্রেহ, কাতারের বিশিষ্ট ঔপন্যাসিক কালসাম আব্দুর রহমান, ওমানের আজীজা আব্দুল্লাহ আত-তায়ী, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আরবীর বিভাগীয় প্রধান অধ্যাপক রিজওয়ানুর রহমান, জামেয়া মিল্লিয়ার প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক হাবিবুল্লাহ খান এবং লালগোলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোমনাথ চক্রবর্তী।

আরও পড়ুনঃ পুরপ্রশাসকে আপত্তি অধীরের! নির্বাচন কমিশনে অভিযোগ

ওয়েবিনারটির পরিচালনায় ছিলেন ড. সাবির নাওয়াস মুহাম্মাদ। ডিরেক্টর ছিলেন উক্ত কলেজের আরবীর বিভাগীয় প্রধান ড. মুহাম্মাদ সাইদুর রহমান এবং কো-অর্ডিনেটর ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের আরবীর বিভাগীয় প্রধান ড. সাইদুর রহমান। ওয়েবিনারটির গুরুত্ব উল্লেখ করে অধ্যাপক ড. মুহাম্মাদ সাইদুর রহমান বলেন, “আমাদের উদ্দেশ্য বিশেষ ভাবে পিএচডি-গবেষকদের উপসাগরীয় আরব বিশ্বের মহিলা উপন্যাসের শৈলী, ধারা ও সমৃদ্ধির প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করা। পাশাপাশি ভারত ও উপসাগরীয় আরব বিশ্ব উভয়ের মাঝে সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে শান্তিপূর্ণ সমাজব্যাবস্থা, সহিষ্ণুতা ও সৌহার্দের পথকে আরও প্রশস্ত করা।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here