অভিনব উদ্যোগ সুরেন্দ্রনাথ কলেজে, প্রদীপ প্রজ্বলনের বদলে চারা গাছে জল দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন

0
209

তন্ময় মণ্ডল, কলকাতা:

২০ জানুয়ারী শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজে শুরু হয়ে গেল দুই দিন ব্যাপী এক জাতীয় আলোচনাচক্র “বিজ্ঞান ও প্রযুক্তি: গ্রামীন উন্নয়ন” এই শিরোনামে, সুরেন্দ্রনাথ কলেজ ও ইন্ডিয়ান সাইন্স কংগ্রেস (কলকাতা চ্যাপ্টার) এর যৌথ উদ্যোগে।

two days national program in surendranath college | newsfront.co
উদ্বোধন। নিজস্ব চিত্র

কলেজের সুরেন্দ্রনাথ ব্যানার্জী সভাঘরে চিরাচরিত প্রদীপ প্রজ্জ্বলনের পরিবর্তে সবুজ বাঁচাও ভাবনা নিয়ে গাছে জল দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন অবশ্যই অভিনবত্বের দাবি রাখে। এই ভাবনার সঙ্গে সুর মিলিয়েই উপস্থিত অতিথিবর্গকেও বরণ করে নেওয়া হয় গাছের চারা উপহার দিয়ে।

Surendranath College | newsfront.co
নিজস্ব চিত্র

উদ্বোধনী পর্বে স্বাগত ভাষণ দেন কলেজের অধ্যক্ষ ডঃ ইন্দ্রনীল কর ও আইএসসিএ , কলকাতার আহ্বায়ক ডঃ তুষারকান্তি ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান সাইন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদাধিকারীরা।

Surendranath College | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পীরতলার ঐতিহ্যবাহী বাউল উৎসব ঘিরে উদ্দীপনা

দুই দিনব্যাপী এই আলোচনাচক্রে বিজ্ঞান, ফলিত বিজ্ঞান, জীব বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান শাখার বহু বিশিষ্ট অধ্যাপক ও বিজ্ঞানী বক্তব্য রাখবেন তাঁদের গবেষণার বিষয়ে। রাজ্যের বিভিন্ন জেলা ও ভিন রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় পাঁচশো অধ্যাপক, গবেষক ও ছাত্রছাত্রী অংশগ্রহণ করবেন এই আলোচনাচক্রে।

আলোচনাচক্রের যুগ্ম আহ্বায়ক ড. নীলাংশু দাস ও ড. সুচন্দ্রা চ্যাটার্জী বলেন এত বড় মাপের একটি অনুষ্ঠান কলেজে সুষ্ঠভাবে আয়োজন করতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত।

যুগ্ম কার্যকরী সম্পাদকদ্বয় ড. বর্ণালী রায় বসু ও ড. অদিতি সর্বজ্ঞ বলেন অংশগ্রহণকারীদের থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে তাঁরা সত্যিই আপ্লুত এবং ভবিষ্যতে এই ধরণের আরো অনেক অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে তাঁরা সমান আশাবাদী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here