নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বিহার, উত্তরপ্রদেশের পর এবার মালদহ। আজ শনিবার দুপুর নাগাদ মালদহের মানিকচক ব্লকের উত্তর কেশরপুর এলাকায় গঙ্গা তীরে ভেসে উঠল ২টি মৃতদেহ। মৃতদেহগুলি উত্তরপ্রদেশ বা বিহার থেকে ভেসে এসেছে কি না এই নিয়েই এলাকাজুড়ে ছড়িয়েছে আতঙ্ক। দেহ দুটি কমলা রঙের প্লাস্টিকে মোড়া ছিল।
প্রসঙ্গত, বিহার ও উত্তরপ্রদেশে করোনা মৃতদেহের ভেসে ওঠার খবরে তোলপাড় ফেলেছিল দেশজুড়ে। প্লাস্টিকের থলিতে মুড়ে রাখায় এগুলি করোনা রোগীদের দেহ কি না, তা নিয়ে আতঙ্কিত এলাকাবাসী।ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। এর পাশাপাশি মৃতদেহ গুলি সৎকারের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
আরও পড়ুনঃ বকেয়া এমপি ল্যাডের টাকা ছাড়তে বাধ্য হল কেন্দ্র সরকার
প্রশাসনের তরফ আরও জানানো হয়েছে, ভেসে আসা মৃতদেহ এলাকাবাসীর নয়, দেহগুলি কয়েক দিনের পুরোনো। তবে সেগুলি কোথা থেকে ভেসে এসেছে তার খোঁজ শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584