নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
গত মঙ্গলবার দুপুরে মেদিনীপুর শহরের কেরানিতলা এলাকায় আচমকা হুড়মুড় করে ভেঙে পড়েছিল ভূমি রাজস্ব দফতরের অধীনে থাকা পুরনো একটি ভবন ৷ জানা গিয়েছে ওই ভবনে ভূমি রাজস্ব দফতরের অনেক গুরুত্বপূর্ণ নথি সরানোর কাজ করছিল ২৫ জন অস্থায়ী শ্রমিক, সেই সময় হুড়মুড় করে ভেঙে পড়ে ওই পুরনো ভবনটি ৷
ঘটনাস্থলে ২৫ জন অস্থায়ী কর্মীর মধ্যে ২ জন চাপা পড়ে যায় বলে জানা যায় প্রশাসন সূত্রে ৷ অবশেষে দীর্ঘ ১৪ ঘণ্টা উদ্ধারকার্য চালিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করল এনডিআরএফ টিম ৷ উদ্ধারকারী এক আধিকারিক জানান, প্রথম শ্রমিক এর মৃতদেহ উদ্ধার হয় রাত্রি ৩টে নাগাদ, আর দ্বিতীয় শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয় প্রায় ভোর ৪টে নাগাদ ৷
আরও পড়ুনঃ নর্তকী- যৌনকর্মীদের বাংলাদেশ ফেরাতে ‘ কিংপিন’ ট্যাক্সি চালকের খোঁজে বিএসএফ
জানা গিয়েছে মৃতদের নাম রাম সরেন, বয়স আনুমানিক ৪০ বছর, অপর জনের নাম শুভদীপ প্রামানিক, বয়স আনুমানিক ৩৮ বছর ৷ এই ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা মেদিনীপুর শহর জুড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584