বাইক দুর্ঘটনায় মৃত্যু দুই

0
84

মনিরুল হক, কোচবিহারঃ

পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর জনের।আহত হয়েছেন আরও একজনকে। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ ১নং ব্লকের বলরামপুর কলোনি বাজার সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই জনের।ওই ঘটনার খবর দেওয়া হয় পুলিশ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বলরামপুর ফাঁড়ির পুলিশ।স্থানীয় লোকজন আহত ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তুফান গঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান তার অবস্থার অবনতি হলে তাকে কোচবিহার এমজেএন হাসপাতালে।সেখান থেকে তাকে শিলিগুড়ির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।ঘটনাস্থলে থেকে একটু দূরে একটি কৌট বোম উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

নিজস্ব চিত্র

পুলিশ সুত্রে জানা যায়, মৃতদের নাম ইন্দ্রজিৎ বর্মণ,তার বাড়ি বলরামপুর বামন ভিটা কলোনি এলাকায়। রাজিব আলি(বাইক চালক)।তার বাড়ি সরেয়ার পাড় এলাকায়। আহত ওই যুবকের নাম এব্রাহিম মিয়াঁ। তার বাড়ি বলরামপুর কলোনি বাজার সংলগ্ন এলাকায়। সে বর্তমানে শিলিগুড়ির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, কালী পূজা দেখে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল ইন্দ্রজিৎ বর্মণ নামে ওই যুবক।সেই সময় একটি বাইকে দুজন যুবক মদ্যপ অবস্থায় বাইক নিয়ে দ্রুত গতিতে আসছিল।সেই সময় ওই ইন্দ্রজিৎ বর্মণ নামক যুবককে আচমকা বাইক লাগিয়ে দেয়।সেখানেই বাইকের চালক রাজিব আলির ওই পথ চলতি যুবক ইন্দ্রজিৎ বর্মণের ঘটনাস্থলে মৃত্যু হয়। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।সে বর্তমানে শিলিগুড়ি একটি হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাস্থল থেকে একটু দূরে একটি কৌটা বোম পাওয়া যায়।পরে পুলিশ মৃত ওই দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।
এদিন বলবামপুর ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান কুমার নীরেন্দ্র নারায়ণ বলেন,“এটা দুঃখজনক ঘটনা।মেনে নেওয়া যায় না কমবয়সী দুজন তরতাজা যুবককের প্রান চলে গেল।আর প্রত্যেক বাইক আরোহীদের উদ্দেশ্যে বলি আপনারা বাইক চালানোর সময় মদ খাবেন না আর দ্রুত গতিতে বাইক চালাবেন না। ”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here