করোনা আক্রান্ত হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার আর্দালি, ১৯ জুলাই পর্যন্ত বন্ধের নির্দেশ

0
132

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনার থাবা এবার কলকাতা হাইকোর্টেও। করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হাইকোর্টের দুজন ডেপুটি রেজিস্ট্রার ও এক আর্দালি। আদালত সূত্রে খবর, গত দুদিন আগে রক্তের নমুনা ও লালা রস সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকালই রিপোর্টে পজেটিভ আসে। তবে আপাতত সুস্থই আছেন তারা। জানা গিয়েছে তারা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Calcutta Highcourt | newsfront.co
ফাইল চিত্র

আর এই করোনা পরিস্থিতিতে বাড়ছে আদালত বন্ধের সময়সীমা। আগামী ১৯ জুলাই পর্যন্ত আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্ট প্রশাসনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, গত ৯ জুলাই আদালত বন্ধের যে বিজ্ঞপ্তি প্রকাশ করে ১০ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত চারদিন হাইকোর্ট বন্ধের নির্দেশ জারি করেছিল হাইকোর্ট। তার মেয়াদ বাড়িয়ে আগামী ১৯ তারিখ পর্যন্ত করা হল অর্থাৎ ১৯ তারিখ পর্যন্ত আদালতের যাবতীয় কাজকর্ম বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেটের মৃত্যু

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল থেকেই রাজ্যের কনটেইনমেন্ট জোনগুলিতে ফের নতুন করে লকডাউন ঘোষণা করে রাজ্য সরকার। এদিন থেকে ওই জোনগুলিতে আগামী সাতদিন বিশেষ নজরদারি চলছে। এই পরিস্থিতিতে সাতদিন পর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় রাজ্য সরকার। আক্রান্তের সংখ্যা না বাড়লে নজরদারি কমিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়।

তবে সরকার ঘোষিত এই লকডাউনের সময়ই হাইকোর্টে স্যানিটাইজেশন সেরে ফেলা সহজ হবে বলে মনে করছে প্রশাসন থেকে শুরু করে আইন বিশেষজ্ঞরাও। সেইমতো রাজ্যে নতুন করে লকডাউন পরিস্থিতিতে আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় হাইকোর্ট প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here