নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই জনের , আর দুই জন মারাত্মক ভাবে জখম হলেন। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে আলিপুরদুয়ার জেলার হাসিমারা ডুয়ার্স ধাবা এলাকায় ভুটানগামী এশিয়ান হাইওয়েতে।
জানা গিয়েছে, জয়ঁগা খোকলা বস্তি নিবাসী লাকপা শেরপা আচমকা বুকে যন্ত্রণা অনুভব করলে লাকপা শেরপাকে নিয়ে চারজন হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় একটি স্করপিও গাড়ি করে। রাত প্রায় ১১.৩০ নাগাদ হাসিমারা ডুয়ার্স ধাবা এলাকায় একটি গাড়ির সহিত তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুনঃ বেলডাঙ্গায় লরি উল্টে মৃত ২ নাবালক, আহত ২
এই ঘটনায় চারজন গুরুতর ভাবে জখম হয়। ঘাতক গাড়িটি এলাকা থেকে পালিয়ে যায়। এলাকার বাসিন্দারা ও পুলিশ প্রশাসন আহতদের উদ্ধার করে লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক লাকপা শেরপা ও ওয়াংচু লামাকে মৃত বলে ঘোষণা করে। উল্লেখ্য, ওয়াংচু লামা বৌদ্ধ ধর্মগুরু।
আর বাকি দুজন বর্তমানে শিলিগুড়ি এক বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।কালচিনি থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করেছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানাগেছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584