স্নান করতে নেমে সমিল সমাধি ডোমকলে

0
107

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

স্নান করতে নেমে সলিল সমাধি দিদা এবং নাতনির। মৃতদের নাম আসিয়া বিবি (৭৯) এবং তামান্না খাতুন (৮)। রবিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের তারবাগান এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Death in drowning
জলে ডুবে মৃতদের দেহ ঘিরে পরিবার পরিজন। নিজস্ব চিত্র

জানা যায়, গতকাল রবিবার দুপুরে দিদা এবং নাতনি মিলে স্নান করতে যায় বাড়ির পাশেই এক পুকুরে। প্রথমে স্নান করতে নেমে ডুবে যায় নাতনি তামান্না। তখনিই তাকে বাঁচাতে ঝাপ দেয় দিদা আসিয়া বিবি। উদ্ধার করতে গিয়ে দুজনেরই সলিল সমাধি হয়। বাড়ি ফিরতে দেরি হওয়া দেখে সন্দেহ করে পরিবারের সদস্যরা।

ততক্ষনে স্থানীয়রা ভাসতে দেখে বাড়ির লোকজনকে খবর দেয়। তারপর তারা ছুটে এসে আসিয়া বিবিকে মৃত অবস্থায় উদ্ধার করে। তখনও নিখোঁজ থাকে তামান্না। স্থানীয়রা শেষে পুকুরে জাল টেনে তামান্নাকে উদ্ধার করে। বেঁচে থাকতে পারে ভেবে রাস্তার উপরেই ঘোরাতে থাকে তাদের। কিন্তু ততক্ষনে সব শেষ, কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যান ডোমকল থানার পুলিশ। জলে ডুবেই মৃত্যুর কারন বলে জানান পরিবার।

আরও পড়ুনঃ রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৮৯, কমল সুস্থতার হারও

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here