শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বিপুল ঝড় বৃষ্টির মধ্যে চিড়িয়াখানার ভিতরে লোহার পোল লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল দুই কর্মীর। মৃতদের নাম প্রদীপ দাস এবং তারিণী ঘোষ (৩১)। এদের মধ্যে প্রদীপ চিংড়িঘাটার বাসিন্দা এবং তারিনী মুর্শিদাবাদের বাসিন্দা। ঘটনায় তড়িতাহত হয়ে লিটন দাস নামে ওড়িশার বাসিন্দা একজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে।
সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতা রাকেশ সিংহ প্রথম এই ঘটনা প্রকাশ্যে আনেন। তিনি জানিয়েছেন, একটি বেসরকারি বিজ্ঞাপন সংস্থার বিলবোর্ড লাগানোর জন্য লোহার পোল বসানোর কাজ চলছিল চিড়িয়াখানার ভিতরে হাতির এনক্লোজারের সামনে। সেই সময়েই তিন জন বিদ্যুৎস্পৃষ্ট হন।
আরও পড়ুনঃ করোনা–চিকিৎসা সরঞ্জাম কেনা নিয়ে দুর্নীতি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এই ঘটনার কথা শুনে বলেন, ‘‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আলিপুর চিড়িয়াখানার অধিকর্তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখে ওই কমিটি রিপোর্ট দেবে।’’ লকডাউনের মধ্যে কিভাবে চিড়িয়াখানার ভিতরে কাজ চলছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584