নিজস্বসংবাদদাতা, দার্জিলিংঃ
রাতভর টানা বৃষ্টিতে ভেঙে গেল মালবাজারের বাগরাকোটের কাছে ৩১ নং জাতীয় সড়কের উপর জুরন্তী সেতু। এই ঘটনায় মৃত্যু হল ২ জনের। জানা গিয়েছে সোমবার রাত থেকে টানা বৃষ্টি শুরু হয়।
এর ফলে দুর্বল হয়ে পড়ে জুরন্তী সেতু। এবং সেই সময় কলাবোঝাই একটি পিকআপ ভ্যান অসম থেকে শিলিগুড়ি উদ্দেশ্যে আসছিল।
এরপর সেতু ভেঙে পিকআপ ভ্যান সহ নদীতে পড়ে যায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এরপর পুলিশ আহতদের ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই পিকআপ ভ্যানের চালক ও খালাসিকে মৃত বলে ঘোষণা করে।
সেতু ভেঙে পড়ায় শিলিগুড়ি থেকে ডুয়ার্সের মধ্যে বন্ধ হয়ে যায় যান চলাচল। অপরদিকে ওদলাবাড়িতে লিস নদীর জলের তোড়ে রেল সেতুর নীচ থেকে মাটি সরে গিয়ে রেললাইন ঝুলে পড়ে। এর জন্য ডুয়ার্স রুটে রেল যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যদিও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলানো হচ্ছে৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584