দিঘাতে ডাম্পার-বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২

0
43

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

ডাম্পার ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ ব্যক্তির ৷ সংঘর্ষের জেরে ডাম্পার গাড়িতে আগুন ধরে যায় ৷ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘার ঘেরসাই এলাকায় ৷

fire | newsfront.co
সংঘর্ষে ডাম্পারে আগুন৷ নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত্রি ১১টা নাগাদ ডাম্পার গাড়িটি দিঘার দিকে যাওয়ার সময় ঘেরসাই এলাকায় বাইক ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়, ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরবাইক চালকের, গুরুতর আহত হয় মোটরবাইকে থাকা অপর আরোহী ৷ এরপর স্থানীয়দের তৎপরতায় আহত যুবককে দিঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ৷

আরও পড়ুনঃ ঘাটালে বিজেপি – তৃণমূল সংঘর্ষে আহত থানার ওসি

অন্যদিকে এই দুর্ঘটনার কারণে ডাম্পার গাড়িটিতে আগুন ধরে যায়, খবর দেওয়া হয় রামনগর দমকলের আধিকারিকদের ৷ খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ১টি ইঞ্জিন এসে ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ জানা গিয়েছে ওই মৃত ২ জন কলকাতার বাসিন্দা, তবে মৃতদের নাম এখনও জানা যায়নি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে দিঘা কোস্টাল থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here