শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল মা-মেয়ের। শনিবার দুপুরে পর্ণশ্রী থানা এলাকার দ্বিজেন মুখোপাধ্যায় রোডের ঘটনা। শর্ট সার্কিট থেকে তীব্র বিস্ফোরণের পরেই তারা অগ্নিদ্বগ্ধ হন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে দমকল। জানা গিয়েছে, মৃতদের নাম সোমা মিত্র (৬৮) এবং কাকলি মিত্র (৪৪)।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে দ্বিজেন মুখোপাধ্যায় রোডের একটি দোতলা বাড়ি থেকে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। দেখা যায়, ওপরে দাউদাউ করে জ্বলছে আগুন। কি ঘটেছে, তখনও বুঝতে পারেননি স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুনঃ বাইপাস সংলগ্ন এলাকা থেকে মহিলার দেহ উদ্ধার, ধৃত অ্যাপ ক্যাব চালক
সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দু’টি ইঞ্জিন। আসেন কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও। এরপরেই ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তাঁর খোঁজ শুরু করে দমকল।
বাড়িতে পাঁচ জনের মধ্যে তিন জনকে একতলায় অক্ষত অবস্থায় বার করে আনা হয়। তার পরে দোতলায় গিয়ে মেঝেতে সম্পূর্ণ অগ্নিদ্বগ্ধ ও মৃত অবস্থায় পাওয়া যায় সোমা মিত্র ও তার মেয়ে কাজল মিত্রকে। এক তলায় থাকা ছবি ঘোষ, মৌসুমী ঘোষ এবং হীরক ঘোষকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুনঃ বাতিল হয়ে যাওয়া পরীক্ষার মূল্যায়ন কীভাবে হবে, জানাল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
প্রাথমিক ভাবে ঘটনাটিকে গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণ ভেবেছিল দমকল। কিন্তু পরে দেখা যায়, বাড়ির সব ক’টি গ্যাস সিলিন্ডারই অক্ষত। তাই উদ্ধার কাজ শেষ হওয়ার পর দমকলকর্মীদের দাবি, শর্ট সার্কিট থেকেই ঘটেছে এই বিস্ফোরণ। কোনও বৈদ্যুতিন যন্ত্র থেকেই বিস্ফোরণ ও আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। আরও নিশ্চিত হওয়ার জন্য সম্পূর্ণ বাড়িটির বৈদ্যুতিন সংযোগে কোনও গোলমাল ছিল কি না, তা পরীক্ষা করে নেওয়া হবে বলে দমকল সূত্রে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584