পিকনিকের নিয়ন্ত্রণহীন গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারাল দুই জন

0
65

গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ

পিকনিকের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পরলো ময়নাগুড়ি লাটাগুড়ি গামী জাতীয় সড়কের মাঝে। এই ঘটনায় এখনও অবধি দুই জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩৫ জন। দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা দীর্ঘক্ষণ ধরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় যান নিয়ন্ত্রণের দাবিতে৷

bus accident | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গিয়েছে, মঙ্গলবার ১১-৪০ নাগাদ ময়নাগুড়ি ব্লকের রানীরহাট থেকে একটি পিকনিকের উদ্দেশ্যে রওনা দেওয়া মিনিবাস লাটাগুড়ির দিকে আসছিল, সেই সময় লাটাগুড়ি বাজারে প্রবেশের আগে মালবাজার ব্লকের মৌলানি এলাকার হরিষেবা মোড়ে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়৷

আরও পড়ুনঃ সামসেরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মৃত এক

সেখানেই নিরঞ্জন বর্মনের বাইক সার্ভিসিং এর দোকানে জনাকয়েক দাঁড়িয়েছিলেন। এর মধ্যে হিনোদ রায় (৩৭) ও প্রদীপ রায় (২২) ঘটনাস্থলেই প্রাণ হারান ও গাড়িতে থাকা ৩৫ জন মারাত্মক ভাবে জখম হয়। ঘটনাস্থলে আসে ক্রান্তি ফাঁড়ির পুলিশ। ময়নাগুড়ি দমকলের একটি ইঞ্জিনও ঘটনাস্থলে আসে।

আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ,আহত ২

আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে আসা হয়৷ এর পর কয়েকজনকে জলপাইগুড়ি তে স্থানান্তরিত করা হয়। ঘটনার পরে উত্তেজিত জনতা দীর্ঘ সময় ধরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এরপর পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here