নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ব্যক্তি । রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া এলাকায়। জানা গিয়েছে এদিন রাত সাড়ে এগারোটা নাগাদ রাজাভাতখাওয়া পাম্পু বস্তি এলাকায় পিচঢালা রাস্তায় বেপরোয়া গতিতে বাঁক নিতে গিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে যায় চার চাকার ছোট গাড়িটি।

ঘটনাস্থলেই মারা যান আলিপুরদুয়ার শহরের অরবিন্দ নগরের বাসিন্দা পেশায় পর্যটন ব্যবসায়ী শৈবাল গোস্বামী (৫২)। ঘটনাস্থলেই মৃত অন্যজন আলিপুরদুয়ার জংশন ডি এস কলোনীর বাসিন্দা রেলকর্মী প্রণব কুমার দেব (৪৮) । শৈবালবাবু আলিপুরদুয়ার তথা ডুয়ার্সের একজন বিশিষ্ট বর্ষীয়ান ব্যাডমিন্টন খেলোয়ার হিসেবে পরিচিত ছিলেন।রাজাভাতখাওয়ার পানিঝোরা এলাকায় একটি লজ চালাতেন তিনি ।
আরও পড়ুনঃ স্থানীয় ক্লাবের উদ্যোগে মাদারিহাটে সাফাই অভিযান
ঘটনায় শোকস্তব্ধ ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ী থেকে ক্রীড়া প্রেমী সকল মহল । জানা গিয়েছে পানিঝোরা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে দুই বন্ধু। রাতেই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে মুচরে যাওয়া প্রাইভেট কার থেকে কোনক্রমে দুই মৃতদেহ বের করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে কালচিনি থানার পুলিশ ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584