নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ এক বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল নির্মীয়মান ফরাক্কা মালদা সংযোগ সেতু।
উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একমাত্র সংযোগকারী সেতু কিন্তু সে সেতুটির উপর ভারী গাড়ি সহ সমস্ত যানবাহনের চাপ পড়ার দরুন নতুন করে তৈরি হচ্ছে এই সেতুটি।
আরও পড়ুনঃ সীমান্ত থেকে ৯৭২ ফেনসিডিল বোতল উদ্ধার, গ্রেফতার পাচারকারী
দেড় বছর আগে শুরু হয়েছিল নির্মাণকাজ, ২০২১-র ডিসেম্বর মাসে এটি সম্পূর্ণ করার লক্ষ্য ছিল। কিন্তু হঠাৎ এই নির্মীয়মান সেতুর একাংশ ভেঙে পড়ে তাতে চাপা পড়ে যায় বেশ কিছু শ্রমিক। প্রায় ২০ জন শ্রমিক কাজ করছিল।
সেতুর ভাঙ্গা অংশ পড়ে যাওয়ায় শ্রীনিবাস রাও(৪০) অন্ধ্রপ্রদেশের বাসিন্দা এবং সচিন প্রতাপ(২৬) দিল্লির বাসিন্দা দুজনেই মারা যান।
আরও পড়ুনঃ কালীঘাটে পুজো দেওয়া দিদিকে ভুলে গেলো ভাই, মন্তব্য দিলীপের
আহত হন আরো তিনজন, রঞ্জন কুমার বিহারের বাসিন্দা, মুকেশ কুমার পান্ডে উত্তর প্রদেশের বাসিন্দা এরা দুজনেই ঘটনার পর মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিল অবস্থা শোচনীয় হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে চিকিৎসার জন্য।
অপর একজন সুবেদার প্রজাপতি উত্তর প্রদেশের বাসিন্দা এই মুহূর্তে মালদার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সকাল হতেই ঘটনাস্থলে উপস্থিত হন মালদা ডিভিশনের এনএইচআইএর প্রজেক্ট ডিরেক্টর হা দীনেশ হানসাড়িয়া।
তিনি জানান, বিষয়টির তদন্ত করা হবে কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটে গেল সেই বিষয়টি খতিয়ে দেখা হবে তারপর পুনরায় কাজ শুরু হয়ে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584