নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সামনেই পাঞ্জাবের বিধানসভা নির্বাচন। আর এর মধ্যে বিস্ফোরণে কেঁপে উঠল পাঞ্জাবের লুধিয়ানা। আজ বৃহস্পতিবার মামলার শুনানি চলাকালীন আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল লুধিয়ানা জেলা আদালত৷ বিস্ফোরণের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। আহত হয়েছেন ৫ জন৷
![Ludhiana Court complex](https://newsfront.co/wp-content/uploads/2021/12/Ludhiana-Court.jpg)
মনে করা হচ্ছে, আইইডি বা কোনো শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করা হয়েছে যা রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। চণ্ডীগড় থেকে বোম্ব ডিসপোজাল স্কোয়াড টিম এবং ফরেন্সিক আধিকারিকরা পৌঁছেছেন ঘটনাস্থলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আদালতের তিন তলায় ১২টা ২২ মিনিট নাগাদ এই বিস্ফোরণ ঘটেছে। এনএসজির তরফে বোম্ব ডেটা সেন্টারের আধিকারিকদেরও পাঠানো হচ্ছে ঘটনাস্থলে। ইতিমধ্যেই পুলিশ গোটা চত্বরটি ঘিরে ফেলেছে। বিস্ফোরণের পরই আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। নিরাপত্তার স্বার্থে পুরো চত্বর খালি করে দেওয়া হয়েছে। কারা এবং কী কারণে এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
Disturbing news of a blast at Ludhiana court complex. Saddened to know about the demise of 2 individuals, Praying for the recovery of those injured. @PunjabPoliceInd must get to the bottom of this.
— Capt.Amarinder Singh (@capt_amarinder) December 23, 2021
ঘটনার খবর পেয়েই লুধিয়ানার উদ্দেশে রওনা দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি৷ পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও ট্যুইট করে শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুনঃ মায়ানমারে জেড মাইন খনিতে ধস! নিখোঁজ ৭০, আহত ২৫, মৃত ১
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584