জলপাইগুড়িতে পৃথক পথ দুর্ঘটনায় মৃত ২

0
155

গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ

মাল মহকুমার ২৪ ঘন্টার মধ্যে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক পুরুষ ও এক মহিলার। প্রথম ঘটনাটি ঘটেছে মাল মহকুমা এলাকার নাগরাকাটা ব্লকের গ্রাসমোর চা বাগানের কাছে, জাতীয় সড়কের উপর। পুলিশ জানিয়েছে মৃতের নাম আনন্দ উরাও (২৬)। বাড়ি গ্রাসমোর চা বাগানের ক্যারন লাইন শ্রমিক মহল্লায়।

Bike accident | newsfront.co
নিজস্ব চিত্র

মৃতের ভাই জানায়, “কিভাবে ঘটনা ঘটেছে আমি দেখিনি।” তবে ঘটনাস্থলের আশেপাশে থাকা লোকজন জানিয়েছে যে আনন্দ উরাও একটি সাইকেলে চেপে জাতীয় সড়ক ধরে বাড়ির দিকে আসছিল। সেই সময় একটি গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায়। আনন্দ রাস্তায় ছিটকে পড়ে জখম হয়। স্থানীয়রা তাকে শুলকাপাড়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Accident | newsfront.co
নিজস্ব চিত্র

দ্বিতীয় পথ দুর্ঘটনাটি ঘটে ওদলাবাড়ি–গজালডোবা রাজ্য সড়কের উপর বনাঞ্চল সংলগ্ন এলাকায়। রাস্তার কাজে নিয়োজিত শ্রমিক মহঃ রফিক জানান, আজ দুপুর ১২টা নাগাদ একটি সাইকেলে চেপে একজন পুরুষ একজন মহিলাকে নিয়ে গজালডোবা থেকে রাজ্য সড়ক ধরে ওদলাবাড়ির দিকে ফিরছিল। সেই সময় পিছন থেকে আসা একটি ডাম্পার তাদের ধাক্কা মারে।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

ডাম্পারের ধাক্কায় দুইজনই ছিটকে ডাম্পারের নিচে চলে যায়। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মহিলা ঘটনাস্থলেই মারা যায়। পুরুষটি মারাত্মকভাবে জখম হয়। স্থানীয়রা ওই জখম পুরুষকে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে মাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুনঃ মাদারিহাটে জেসিবির ধাক্কায় উল্টে গেল টোটো

জানা গেছে, মৃত মহিলার নাম অঞ্জলি চক্রবর্তী ও সাইকেল চালক পুরুষের নাম উত্তম সরকার। বাড়ি ওদলাবাড়ির গোবিন্দ কলোনিতে। উত্তম সরকার পেশায় রান্নার পাচক ও মৃতা অঞ্জলি চক্রবর্তী তার সাহায্যকারি। উভয়েই গজালডোবা এলাকায় বিয়ে বাড়ির রান্নার কাজে গিয়েছিল। কাজ শেষ করে সাইকেল চেপে ফিরছিল। এই ঘটনায় ডাম্পারের গতি নিয়ন্ত্রণের দাবি উঠেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here