ভাস্কর ঘোষ , ফরাক্কা , ২৪ অক্টোবর :
ফরাক্কার আছোয়া এলাকায় গঙ্গায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ সামিম শেখের মৃত দেহ গঙ্গার ঘাট থেকে দুই কিলোমিটার দূরে একটি বাঁকের কাছে জলে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় । ফরাক্কা থানার পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে দাদা আলিম শেখের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দু’টি দেহ উদ্ধার হতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সকলেই। সামিম ও আলিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, সোমবার বিকেলে খেলতে গিয়ে গঙ্গায় তলিয়ে যায় আছুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র সামিম শেখ (৬)। ভাইকে বাঁচাতে গিয়ে গঙ্গায় তলিয়ে যায় ওই একই স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র আলিম শেখ (৮) । এরপর স্থানীয়রা ও পুলিশ প্রশাসন নৌকা নামিয়ে তাদের দেহ উদ্ধারের জন্য অনেক রাত পর্যন্ত তল্লাশি চালায়। কিন্তু, হন্যে হয়ে বহু খুজাখুজি করেও দেহ উদ্ধারে ব্যার্থ হয় তারা। তখন ফরাক্কা থানার পুলিশ কৃষ্ণনগর থেকে ডুবুরির টিম নিয়ে এসে তল্লাসি চালায়।
মঙ্গলবার সকাল থেকে তল্লাসি অভিযানে নামে পরিবারের লোক, স্থানীয়রা ও পুলিশের ডুবুরি। সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাস্থল থেকে আনুমানিক দুই কিলোমিটার দূরে গঙ্গা নদীর বাঁকে সামিমের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় । পুলিশ সেখান থেকে সামিমের মৃতদেহটি উদ্ধার করে। পরে তার আশপাশে তল্লাশি চালিয়ে মেলে দাদা আলিমের মৃতদেহটিও উদ্ধার করে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584